ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেনজীরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়ি প্রশাসনের তত্ত্বাবধানে যাচ্ছে Logo আজ সাংবাদিক সায়ীদ আবদুল মালিকের পিতা আবুল হাসেম মেম্বারের মৃত্যুবার্ষিকী Logo ‘বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে’ Logo জসিমের ‘কেলেঙ্কারির’ বিরুদ্ধে ব্যবস্থার তথ্য জানতে চায় আইডিআরএ Logo নাসিরনগরে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসত্য, বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ Logo স্ত্রীর গলা কেটে হত্যাচেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্থানীয়রা Logo গৃহায়ন সংকট নিরসনে প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী’র ভূয়সী উদ্যোগ Logo রাজধানীতে আবারও চিরচেনা যানজট Logo কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার ১ Logo মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘গরিবের পেটে লাথি মারছে রাজনৈতিক দলগুলো ’

নিজস্ব সংবাদ :

‘চার বছর ধরে বাস টার্মিনালে ঘুরে ঘুরে চা-পান বিক্রি করি। গত কয়েক সপ্তাহ ধরে একদমই বেচাকেনা নেই। হরতাল-অবরোধে টার্মিনালে দূরপাল্লার যাত্রী নেই। রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছে। তারা সবাই নিজ নিজ স্বার্থের জন্য রাজনীতি করেন।’

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মহাখালী বাস টার্মিনালে  এসব কথা বলেন চা-পান বিক্রেতা আনোয়ার হোসেন।

তিনি বলেন, সকালে টার্মিনালে গেলে দিন শেষে সাত থেকে আটশ টাকা বিক্রি করতে পারি। লাভ হয় মাত্র দেড় থেকে ২০০ টাকা। এই টাকা দিয়ে চলবো কীভাবে, গ্রামে সংসার চালাবো কেমনে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।

আনোয়ার বলেন, আগে দিনে দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেচাকেনা করতে পারতাম। কিছু সময় তিন হাজার টাকাও বেচাকেনা হতো। তখন গড়ে ৮০০ টাকা পর্যন্ত লাভ হয়েছে। এখন বেচাকেনায় মন্দা চলছে। মেসের খাবার খরচ দিতেই হিমশিম খেতে হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনের দাবিতে গতকাল ও আজ তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের অবরোধ চলছে। এ অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। মাঝে মধ্যে এনা পরিবহনের ময়মনসিংহগামী কিছু বাস গন্তব্য ছেড়ে যাচ্ছে আসনের অর্ধেকের কম যাত্রী নিয়ে।

এনা পরিবহনের কাউন্টারের উত্তর পাশে আনারস, পেয়ারা কেটে লবণ, মরিচ গুঁড়া মিশিয়ে ১০ ও ২০ টাকা প্লেট বিক্রি করছেন নয়ন মিয়া। আলাপকালে বলেন, আগে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টার্মিনালে যাত্রী গমগম করতো। বেচাকেনায় পাঁচ মিনিটও বিরতি ছিল না। এখন ক্রেতা খুঁজে পাওয়া যায় না। তাই মালামালও কম কিনি, কম বিক্রি করি।

সকাল ১০টায় মহাখালী টার্মিনালের ভেতর যাত্রীদের বসার বেঞ্চে শুয়ে ছিলেন কুলি নিজাম উদ্দিন। পাশে বসে গল্প করছিলেন সুপার ডিলাক্সের চালকের সহকারী জয়নাল।

আলাপকালে নিজাম বলেন, তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তিতে থাকেন। সংসারে তার চার বছরের এক মেয়ে এবং দুই বছরের এক ছেলে রয়েছে। প্রতি মাসে সংসার খরচ চালাতে তার ১৫ হাজার টাকার বেশি খরচ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Dainik Renaissance

আমাদের ওয়েসাইটে আপনাকে স্বাগতম। আপনাদের আশে পাশের সকল সংবাদ দিয়ে আমাদের সহযোগীতা করুন
আপডেট সময় ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
১১৮ বার পড়া হয়েছে

‘গরিবের পেটে লাথি মারছে রাজনৈতিক দলগুলো ’

আপডেট সময় ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

‘চার বছর ধরে বাস টার্মিনালে ঘুরে ঘুরে চা-পান বিক্রি করি। গত কয়েক সপ্তাহ ধরে একদমই বেচাকেনা নেই। হরতাল-অবরোধে টার্মিনালে দূরপাল্লার যাত্রী নেই। রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছে। তারা সবাই নিজ নিজ স্বার্থের জন্য রাজনীতি করেন।’

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মহাখালী বাস টার্মিনালে  এসব কথা বলেন চা-পান বিক্রেতা আনোয়ার হোসেন।

তিনি বলেন, সকালে টার্মিনালে গেলে দিন শেষে সাত থেকে আটশ টাকা বিক্রি করতে পারি। লাভ হয় মাত্র দেড় থেকে ২০০ টাকা। এই টাকা দিয়ে চলবো কীভাবে, গ্রামে সংসার চালাবো কেমনে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।

আনোয়ার বলেন, আগে দিনে দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেচাকেনা করতে পারতাম। কিছু সময় তিন হাজার টাকাও বেচাকেনা হতো। তখন গড়ে ৮০০ টাকা পর্যন্ত লাভ হয়েছে। এখন বেচাকেনায় মন্দা চলছে। মেসের খাবার খরচ দিতেই হিমশিম খেতে হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনের দাবিতে গতকাল ও আজ তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের অবরোধ চলছে। এ অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। মাঝে মধ্যে এনা পরিবহনের ময়মনসিংহগামী কিছু বাস গন্তব্য ছেড়ে যাচ্ছে আসনের অর্ধেকের কম যাত্রী নিয়ে।

এনা পরিবহনের কাউন্টারের উত্তর পাশে আনারস, পেয়ারা কেটে লবণ, মরিচ গুঁড়া মিশিয়ে ১০ ও ২০ টাকা প্লেট বিক্রি করছেন নয়ন মিয়া। আলাপকালে বলেন, আগে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টার্মিনালে যাত্রী গমগম করতো। বেচাকেনায় পাঁচ মিনিটও বিরতি ছিল না। এখন ক্রেতা খুঁজে পাওয়া যায় না। তাই মালামালও কম কিনি, কম বিক্রি করি।

সকাল ১০টায় মহাখালী টার্মিনালের ভেতর যাত্রীদের বসার বেঞ্চে শুয়ে ছিলেন কুলি নিজাম উদ্দিন। পাশে বসে গল্প করছিলেন সুপার ডিলাক্সের চালকের সহকারী জয়নাল।

আলাপকালে নিজাম বলেন, তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তিতে থাকেন। সংসারে তার চার বছরের এক মেয়ে এবং দুই বছরের এক ছেলে রয়েছে। প্রতি মাসে সংসার খরচ চালাতে তার ১৫ হাজার টাকার বেশি খরচ হয়।