ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জসিমের ‘কেলেঙ্কারির’ বিরুদ্ধে ব্যবস্থার তথ্য জানতে চায় আইডিআরএ Logo নাসিরনগরে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসত্য, বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ Logo স্ত্রীর গলা কেটে হত্যাচেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্থানীয়রা Logo গৃহায়ন সংকট নিরসনে প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী’র ভূয়সী উদ্যোগ Logo রাজধানীতে আবারও চিরচেনা যানজট Logo কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার ১ Logo মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন Logo শেখ হাসিনার নেতৃত্বে এদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে Logo কুমিল্লায় রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন দেওয়ার অভিযোগে ইউপি সচিব গ্রেফতার

বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়- রওশন এরশাদ

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেছেন, বাজেট প্রনয়ণ নয়, প্রনীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরো পর্যবেক্ষণ করতে হবে।

শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনস্থ কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠকের শুরুতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এসময় রওশন এরশাদ বলেন, এ যাবৎ কালের সর্ববৃহৎ বাজেট পেশ করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে বাজেটের আয়তন বড় করতেই হবে। হয়তো আগামীতে আরো বড় বাজেট দেখা যাবে। তিনি বলেন, জাপা বিরোধী অবস্থানে আছে বলেই- বিরোধীতার জন্য বুঝে না বুঝেই বিরোধীতা করতে হবে- এ নীতিতে বিশ্বাসী নয় তার দল।

জাপা চেয়ারম্যান বলেন, তার দলও সরকারে ছিল এবং বাজেট প্রনয়ন করেছে। তাই তিনি বলেন, কোনো সরকার দেশ ও জনগনের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রনয়ন করে না। দেখতে হবে- প্রনীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে?

রওশন এরশাদ বলেন, দেশের সার্বিক বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার মতো সবার কাছে গ্রহণযোগ্য বা মনোপুত জাতীয় বাজেট প্রনয়ন করা খুবই কঠিন কাজ। বাজেট প্রনয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে বলে মনে করেন সাবেক এই বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, আরো সময় নিয়ে বাজেট গভীরভাবে পর্যালোচনা করতে হবে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে-বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।

জাপা চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিরাজ করছে। বাংলাদেশও সেই সমস্যার বাইরে নয়। তার উপর ঘুষ-দুর্নীতি, বেকারত্ব,স্বাস্থ্যসেবা সমস্যা এবং পরিবেশগত বিপর্যের মুখোমুখি হতে হচ্ছে বার বার। এসব সমস্যা সমাধানে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

রওশন এরশাদ আশা করে বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরো কঠোর হতে হবে।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে বিশাল বাজেট প্রনীত হয়েছে-সেটা যেনো জনগণের কল্যান ও দেশবাসির জন্য বাস্তবায়িত হবে। দূর্নীতি সম্পূর্ন নির্মূল করার প্রত্যাশা ব্যক্ত করেন বেগম রওশন এরশাদ।

প্রেসিডিয়াম বৈঠক শেষে দলের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাজেট প্রতিক্রিয়া জানান পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ডাকার প্রবনতা রয়েছে এবারের বাজেটে। খেলাপি ঋন, অর্থ পাচার, মূল্যস্পৃতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে সঙ্কার কথা জানান ফিরোজ রশিদ।

বিরোধী দলগুলোর সমালোচনা করে জাপার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে সত্যিকারের বিরোধী দল না থাকলে, সাধারণ মানুষের পক্ষে কথা বলার প্রতিনিধিত্বের অভাব দেখা দেয়। যে কাজ বিরোধী দলগুলোর করার কথা, তা কখনও কখনও সরকারি দলের সদস্যদের করতে দেখা যায়।

ফিরোজ রশিদ বলেন, ঋনের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারী ব্যাংকগুলো থেকে ঋন নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্বক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমুহ।

পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদের পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, কারী হাবিবুল্লাহ বেলালী, আবুল কাশেম সরকার, শফিকুল ইসলাম শফিক, আমানত হোসেন আমানত, এইচএনএম শফিকুর রহমান, নুরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম পাঠান, আব্দুল গাফফার বিশ্বাস, খন্দকার মনিরুজ্জামান টিটু, এমএ কুদ্দুস খান, ইয়াহ্ ইয়া চৌধুরী ও শংকর পাল।

 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Dainik Renaissance

আমাদের ওয়েসাইটে আপনাকে স্বাগতম। আপনাদের আশে পাশের সকল সংবাদ দিয়ে আমাদের সহযোগীতা করুন
আপডেট সময় ০৯:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
৫১ বার পড়া হয়েছে

বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়- রওশন এরশাদ

আপডেট সময় ০৯:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেছেন, বাজেট প্রনয়ণ নয়, প্রনীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরো পর্যবেক্ষণ করতে হবে।

শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনস্থ কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠকের শুরুতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এসময় রওশন এরশাদ বলেন, এ যাবৎ কালের সর্ববৃহৎ বাজেট পেশ করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে বাজেটের আয়তন বড় করতেই হবে। হয়তো আগামীতে আরো বড় বাজেট দেখা যাবে। তিনি বলেন, জাপা বিরোধী অবস্থানে আছে বলেই- বিরোধীতার জন্য বুঝে না বুঝেই বিরোধীতা করতে হবে- এ নীতিতে বিশ্বাসী নয় তার দল।

জাপা চেয়ারম্যান বলেন, তার দলও সরকারে ছিল এবং বাজেট প্রনয়ন করেছে। তাই তিনি বলেন, কোনো সরকার দেশ ও জনগনের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রনয়ন করে না। দেখতে হবে- প্রনীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে?

রওশন এরশাদ বলেন, দেশের সার্বিক বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার মতো সবার কাছে গ্রহণযোগ্য বা মনোপুত জাতীয় বাজেট প্রনয়ন করা খুবই কঠিন কাজ। বাজেট প্রনয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে বলে মনে করেন সাবেক এই বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, আরো সময় নিয়ে বাজেট গভীরভাবে পর্যালোচনা করতে হবে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে-বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।

জাপা চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিরাজ করছে। বাংলাদেশও সেই সমস্যার বাইরে নয়। তার উপর ঘুষ-দুর্নীতি, বেকারত্ব,স্বাস্থ্যসেবা সমস্যা এবং পরিবেশগত বিপর্যের মুখোমুখি হতে হচ্ছে বার বার। এসব সমস্যা সমাধানে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

রওশন এরশাদ আশা করে বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরো কঠোর হতে হবে।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে বিশাল বাজেট প্রনীত হয়েছে-সেটা যেনো জনগণের কল্যান ও দেশবাসির জন্য বাস্তবায়িত হবে। দূর্নীতি সম্পূর্ন নির্মূল করার প্রত্যাশা ব্যক্ত করেন বেগম রওশন এরশাদ।

প্রেসিডিয়াম বৈঠক শেষে দলের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাজেট প্রতিক্রিয়া জানান পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ডাকার প্রবনতা রয়েছে এবারের বাজেটে। খেলাপি ঋন, অর্থ পাচার, মূল্যস্পৃতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে সঙ্কার কথা জানান ফিরোজ রশিদ।

বিরোধী দলগুলোর সমালোচনা করে জাপার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে সত্যিকারের বিরোধী দল না থাকলে, সাধারণ মানুষের পক্ষে কথা বলার প্রতিনিধিত্বের অভাব দেখা দেয়। যে কাজ বিরোধী দলগুলোর করার কথা, তা কখনও কখনও সরকারি দলের সদস্যদের করতে দেখা যায়।

ফিরোজ রশিদ বলেন, ঋনের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারী ব্যাংকগুলো থেকে ঋন নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্বক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমুহ।

পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদের পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, কারী হাবিবুল্লাহ বেলালী, আবুল কাশেম সরকার, শফিকুল ইসলাম শফিক, আমানত হোসেন আমানত, এইচএনএম শফিকুর রহমান, নুরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম পাঠান, আব্দুল গাফফার বিশ্বাস, খন্দকার মনিরুজ্জামান টিটু, এমএ কুদ্দুস খান, ইয়াহ্ ইয়া চৌধুরী ও শংকর পাল।