ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেনজীরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়ি প্রশাসনের তত্ত্বাবধানে যাচ্ছে Logo আজ সাংবাদিক সায়ীদ আবদুল মালিকের পিতা আবুল হাসেম মেম্বারের মৃত্যুবার্ষিকী Logo ‘বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে’ Logo জসিমের ‘কেলেঙ্কারির’ বিরুদ্ধে ব্যবস্থার তথ্য জানতে চায় আইডিআরএ Logo নাসিরনগরে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসত্য, বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ Logo স্ত্রীর গলা কেটে হত্যাচেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্থানীয়রা Logo গৃহায়ন সংকট নিরসনে প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী’র ভূয়সী উদ্যোগ Logo রাজধানীতে আবারও চিরচেনা যানজট Logo কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার ১ Logo মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অন্য নারীকে মন্ত্রীর স্ত্রী সাজিয়ে মহাপ্রতারণা

মীর হোসেন মোল্লা (আরমান)

এহতেশামুল হক শামেল

গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজের ভিডিও এক ব্যবসায়ীকে দেখিয়ে প্রতারক এহতেশামুল হক শামেল দাবি করেন, এটা তাঁর নিজের। এরপর সেখানে বিনিয়োগের কথা বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অন্তত আট কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কাজে নিজেকে তিনি কখনো মন্ত্রীর ঘনিষ্ঠ, আবার কখনো মন্ত্রীর স্ত্রীর বন্ধু পরিচয় দেন।

এহতেশামুল হক শামেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। থাকেন ঢাকার বনানীতে। তাঁর বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেন মুহাম্মদ আজিজুস সালেহীন ডলার নামের ওই ব্যবসায়ী। মামলায় তিনি এহতেশামুল হকের বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত বুধবার এহতেশামুলকে আটক করা হয়েছে।

জানতে চাইলে ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মাদ আশরাফুল ইসলাম রেনেসাঁ’কে বলেন, ‘আটকের বিষয়টি এখনই বলা যাচ্ছে না। জেনে জানাতে পারব।’

মামলার তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এহতেশামুল বিভিন্ন কোম্পানির নাম করে মানুষের টাকা আত্মসাৎ করেন। কখনো এক্সিস, হ্যাভিটেশান, তাজমহল আবাসনসহ নানান নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করেন।

একাজে সে চলচিত্র জগতের উঠতি বয়সের বিভিন্ন মডেলদের কাজে লাগান।

মামলায় ব্যবসায়ী আজিজুস সালেহীন অভিযোগ করেছেন, গত বছরের আগস্টে তাঁর সঙ্গে এহতেশামুল হকের পরিচয় হয়। তিনি জানান, রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজ তাঁর। কিছুদিন পর তিনি যৌথ রিয়েল এস্টেট ব্যবসার প্রস্তাব দেন। যৌথ ব্যবসার জন্য ২০ কোটি টাকার যৌথ তহবিল গঠনের বিষয়ে তাঁদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এহতেশামুলকে পাঁচ কোটি টাকা দেন ওই ব্যবসায়ী।

পরে আজিজুস সালেহীন তাঁর বাড্ডার একটি প্লট আবাসিক থেকে বাণিজ্যিক করে দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন এহতেশামুল জানান, এটা কোনো বিষয়ই নয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর স্ত্রী তাঁর বন্ধু। একদিন আজিজুস সালেহীনের নিকুঞ্জের অফিসে এক নারীকে নিয়ে যান এহতেশামুল। ওই নারীকে নিজের বান্ধবী এবং গৃহায়ণমন্ত্রীর স্ত্রী বলে পরিচয় করিয়ে দেন। এরপর ওই ব্যবসায়ী তিন ধাপে ওই নারী ও এহতেশামুলকে সোয়া দুই কোটি টাকা দেন। পরবর্তী সময়ে আজিজুস সালেহীন বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Dainik Renaissance

আমাদের ওয়েসাইটে আপনাকে স্বাগতম। আপনাদের আশে পাশের সকল সংবাদ দিয়ে আমাদের সহযোগীতা করুন
আপডেট সময় ১০:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
৩৯২ বার পড়া হয়েছে

অন্য নারীকে মন্ত্রীর স্ত্রী সাজিয়ে মহাপ্রতারণা

আপডেট সময় ১০:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজের ভিডিও এক ব্যবসায়ীকে দেখিয়ে প্রতারক এহতেশামুল হক শামেল দাবি করেন, এটা তাঁর নিজের। এরপর সেখানে বিনিয়োগের কথা বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অন্তত আট কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কাজে নিজেকে তিনি কখনো মন্ত্রীর ঘনিষ্ঠ, আবার কখনো মন্ত্রীর স্ত্রীর বন্ধু পরিচয় দেন।

এহতেশামুল হক শামেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। থাকেন ঢাকার বনানীতে। তাঁর বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেন মুহাম্মদ আজিজুস সালেহীন ডলার নামের ওই ব্যবসায়ী। মামলায় তিনি এহতেশামুল হকের বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত বুধবার এহতেশামুলকে আটক করা হয়েছে।

জানতে চাইলে ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মাদ আশরাফুল ইসলাম রেনেসাঁ’কে বলেন, ‘আটকের বিষয়টি এখনই বলা যাচ্ছে না। জেনে জানাতে পারব।’

মামলার তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এহতেশামুল বিভিন্ন কোম্পানির নাম করে মানুষের টাকা আত্মসাৎ করেন। কখনো এক্সিস, হ্যাভিটেশান, তাজমহল আবাসনসহ নানান নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করেন।

একাজে সে চলচিত্র জগতের উঠতি বয়সের বিভিন্ন মডেলদের কাজে লাগান।

মামলায় ব্যবসায়ী আজিজুস সালেহীন অভিযোগ করেছেন, গত বছরের আগস্টে তাঁর সঙ্গে এহতেশামুল হকের পরিচয় হয়। তিনি জানান, রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজ তাঁর। কিছুদিন পর তিনি যৌথ রিয়েল এস্টেট ব্যবসার প্রস্তাব দেন। যৌথ ব্যবসার জন্য ২০ কোটি টাকার যৌথ তহবিল গঠনের বিষয়ে তাঁদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এহতেশামুলকে পাঁচ কোটি টাকা দেন ওই ব্যবসায়ী।

পরে আজিজুস সালেহীন তাঁর বাড্ডার একটি প্লট আবাসিক থেকে বাণিজ্যিক করে দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন এহতেশামুল জানান, এটা কোনো বিষয়ই নয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর স্ত্রী তাঁর বন্ধু। একদিন আজিজুস সালেহীনের নিকুঞ্জের অফিসে এক নারীকে নিয়ে যান এহতেশামুল। ওই নারীকে নিজের বান্ধবী এবং গৃহায়ণমন্ত্রীর স্ত্রী বলে পরিচয় করিয়ে দেন। এরপর ওই ব্যবসায়ী তিন ধাপে ওই নারী ও এহতেশামুলকে সোয়া দুই কোটি টাকা দেন। পরবর্তী সময়ে আজিজুস সালেহীন বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।